বেন ডাকেট ও পোপ। ছবি: সংগৃহীত
রেকর্ড হয় ভাঙার জন্যই। ক্রিকেটে কতশত রেকর্ড। শচীনের সেঞ্চুরির সেঞ্চুরি, কিংবা লারার চারশো। দলীয় রেকর্ডেরও কমতি নেই। এবার ১২০ বছর আগের রেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের ব্যাটাররা।
রাওয়ালপিন্ডি টেস্টে খুব কাছে গিয়ে হতাশ হতে হয়েছিল ডাকেট ও জ্যাক ক্রলিকে। এবার আর হতাশ হতে হয়নি তাদের। মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। শুরুতেই ক্রলি বিদায় নিলেও বেন ডাকেট ও ওলি পোপের ঝড়ো ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লাঞ্চ বিরতিতে আগে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৮০ রান। এতেই রেকর্ড পাতান নিজেদের সবার উপরে নিয়েছে ইংল্যান্ড। টেস্টে প্রথম দিনে লাঞ্চের আগে এটিই সর্বোচ্চ রান। এরআগে ১৯০২ সালে ১৭৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।
টেস্টে প্রথম দিনে লাঞ্চের আগে সর্বোচ্চ রান: