• ক্রীড়া ডেস্ক
  • ০৯ ডিসেম্বর ২০২২ ১৫:৫৯:০৬
  • ০৯ ডিসেম্বর ২০২২ ১৫:৫৯:০৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

অভিষিক্ত আবরারের ৭ উইকেট, ইংল্যান্ডের পুঁজি ‘২৮১’

অভিষেক ম্যাচেই সাত উইকেট শিকার করেন আবরার। ছবি: সংগৃহীত

 

টেস্ট ক্রিকেটকে বলা হয় ধৈর্য্যর খেলা। কিন্তু ইংল্যান্ডকে সেটিকে প্রমাণ করতে নতুন ভাবে। এগ্রেসিভ আর আগ্রাসনে রান তুলছেন ঝড়ের বেগে। আজও করেছেন তাই। ৫১.৪ ওভানে ২৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। অভিষিক্ত আবরার একাই নেন ৮ উইকেট।

মুলতানে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড। পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় আবরার আহমেদের। ইংল্যান্ডের টেস্ট একাদশে ৮ মাস পর ফেরেন মার্ক উড। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও বেন ডাকেট ও ওলি পোপের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। কিন্তু অভিষিক্ত আবরার আহমেদের স্পিন ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। লাঞ্চ বিরতির আগে সংগ্রহ করে ৫ উইকেটে ১৮০ রান। এতেই ১২০ বছরের রেকর্ড ভেঙে প্রথম দিনের লাঞ্চের আগে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়ে ইংল্যান্ড।

লাঞ্চ বিরতির পর সুবিধা করতে পারেননি স্টোকস - উইল জ্যাকসরা। ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটারকেই আউট করেন আবরার। এতেই ১০ উইকেট শিকারের সম্ভাবনা জাগায়। কিন্তু জাহিদ মাহমুদের কারণে সেটি সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আবরারের ৭ ও জাহিদের ৩ উইকেটে ২৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ২৮১/১০(৫১.৪ ওভার)
ডাকেট ৬৩, পোপ ৬০, উড ৩৬*
আবরার ১১৪/৭, জাহিদ ৬৩/৩

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1649 seconds.