• নিজস্ব প্রতিবেদক
  • ০৯ ডিসেম্বর ২০২২ ১৬:১৬:৩৫
  • ০৯ ডিসেম্বর ২০২২ ১৬:১৬:৩৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

গোলাপবাগ মাঠে আগামীকাল সমাবেশ: বিএনপি

ছবি : সংগৃহীত

রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি।

আজ শুক্রবার দুপুরে দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার বিষয়ে পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে।'

সমাবেশস্থলের বিষয়ে আলোচনা করতে আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল। এরপরেই গোলাপবাগ মাঠে সমাবেশ করার কথা জানায় বিএনপি।

এর আগে, বিএনপি সমাবেশের জন্য কমলাপুর মাঠের কথা প্রস্তাব করলেও পুলিশ মিরপুর বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছিল। আর শুরুতে বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সমাবেশ করতে চাইলেও পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়।

সংশ্লিষ্ট বিষয়

বিএনপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1489 seconds.