সাদা পোশাকে অনীহা বাটলারের। ছবি: সংগৃহীত
টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের রাজা। এই ফরম্যাটে খেলা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। কিন্তু বাটলারের আগ্রহই নেই টেস্ট ক্রিকেটে। সাম্প্রতিক সময়ে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক জস বাটলার।
ইংল্যান্ডের জার্সিতে রঙিন পোশাকে দারুণ সময় কাটাচ্ছেন বাটলার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে করেছেন চ্যাম্পিয়ন। ওয়ানডে ফরম্যাটের দায়িত্বেও রয়েছেন তিনি।
২০২৩ বিশ্বকাপে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাটলার। তবে টেস্ট ক্রিকেট নিয়ে আপাতত ভাবছেন না কিছু। তিনি বলেন, ‘সত্যি বলতে এখন যেটা (ওয়ানডে ও টেস্টে অধিনায়ক) করছি সেটা নিয়েই আমি বেশ আনন্দে আছি। সাদা বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার, এখানে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। টেস্ট খেলব কি না সেটা নিয়ে এখনও কিছু ভাবিনি, দেখা যাক কী হয়! তবে আমার টেস্ট ক্রিকেটে খুব বেশি আগ্রহ নেই।’
টেস্ট আগ্রহ না থাকলেও বাটলারের নজর এখন ওয়ানডে বিশ্বকাপে। দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য ইয়ন মরগ্যান ও বেন স্টোকসকে ছাড়াই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে হবে ইংল্যান্ডকে। তাই এদিকেই নিজেকে প্রস্তুত করতে চান বাটলার।
বাটলার বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ রয়েছে সামনে। আমার নজর এখন বিশ্বকাপে। দলের অভিজ্ঞ দুইজন (মরগান ও স্টোকস) অবসর নিয়েছেন, তাই আমার উপর দায়িত্ব বেশী। ভারতে বিশ্বকাপ জেতা অনেক চ্যালেঞ্জিং। আমি এখন এদিকে নজর দিতে চাই।’