গ্রিনকে ঘিরে উল্লাস করছেন স্মিথ-ওয়ার্নাররা। ছবি: সংগৃহীত
গোলাপি বলের ম্যাচে অস্ট্রেলিয়ার দাপট। লাবুশেন - ট্রাভিস হেডের দেড়শোর পর শেষ বিকেলে অস্ট্রেলিয়ার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ।
অ্যাডিলেডে (৮ ডিসেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। অধিনায়ক স্মিথের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। পার্থে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির পর অ্যাডিলেডেও সেঞ্চুরি তুলে নেন মার্নাস লাবুশেন। সেঞ্চুরিকে দেড়শোতে রূপ দিলেও টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরির উদযাপন করা হনয়ি তার। ফিরেছেন ১৬৩ রানেই।
পার্থে হতাশায় পুড়েছিলেন ট্রাভিস হেড। ৯৯ রানে আউটের সেই আক্ষেপ মিটিয়েছেন অ্যাডিলেডে। খেলেছেন ১৭৫ রানের অনবদ্য ইনিংস। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শেষ দিকে ৫১১ রানে ইনিংস ঘোষণা করলে ব্যাটিংয়ের সুযোগ পান ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে খেলতে নেমে সুবিধা করতে পারেনি ক্রেইগ ব্র্যাথওয়েট, ফিরেছেন মাত্র ১৯ রানেই। এরপর ব্রুকসও ফিরে যান দ্রুত। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তৃতীয় পেরেক ঠুকিয়েছেন নাথান লায়ন। জার্মেইন ব্ল্যাকউডকে আউট করে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি শেন ওয়ার্নকে। অ্যাডিলেড ওভালের ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট উইকেট এখন লায়নের। ৮ টি উইকেট নিয়ে এতোদিন ওয়ার্নের সাথে যৌথভাবে শীর্ষ ছিলেন তিনি।
দিনের শেষ দিকে টমাসকে হারালে ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে ৪ উইকেটে দিনটি শেষ করে। ম্যাচে ত্যাগনারায়ন চন্দরপল ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দ্বিতীয় দিন শেষে ৪০৯ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।