দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত
বাংলাওয়াশ! সেটিও ভারতকে? অবিশ্বাস্য হলেও এমন কীর্তির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ২০১৫ সালে এমন মূহুর্তের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার চট্টগ্রামে ভারতকে হারিয়ে সেই আক্ষেপ পূরণের স্বপ্ন নিয়েই মাঠে নামছেন সাকিব-লিটনরা।
আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ সময় দুপুর ১২ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার পালা ভারতকে হোয়াট ওয়াশ করার।
ভারতকে বাংলাওয়াশের স্বাদ দিতে একাদশে আসতে পারে পরিবর্তন। নাসুম আহমেদের জায়গায় সুযোগ পেতে পারেন পেসার হাসান মাহমুদ। ভারত শিবির ইতিমধ্যেই দুঃসংবাদ দিয়েছেন রোহিত। চোট নিয়ে ফিরেছেন দেশে। শেষ ম্যাচে নেই দীপক চাহার ও কুলদীপ সেনও। একাদশে ঈশান কিষানের জায়গা অনেকটাই নিশ্চিত। এছাড়াও সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব।
সবমিলিয়ে ভারত স্বান্তনার জয়ের জন্য মাঠে নামলেও লিটন দাসের সামনে সুযোগ থাকছে ভারতকে বাংলা ওয়াশের স্বাদ দেওয়ার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), নাজমুল শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
ভারতের সম্ভাব্য একাদশ:
শিখর ধাওয়ান, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, সার্দুল ঠাকুর ও উমরান মালিক।