• ক্রীড়া ডেস্ক
  • ১৮ ডিসেম্বর ২০২২ ১১:৫৪:৪১
  • ১৮ ডিসেম্বর ২০২২ ১১:৫৪:৪১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ভালো নেই চঞ্চল চৌধুরী!

ছবি : সংগৃহীত

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোটপর্দার এই অভিনেতা যে বড় পর্দায়ও দুর্দান্ত, তা ‘মনপুরা’ থেকে ‘হাওয়া’ পর্যন্ত প্রতিটি সিনেমায় প্রমাণ করেছেন তিনি। ক্যারিয়ারে দারুণ সাফল্য পেলেও ছোটবেলায় অনেক দুরন্ত ছিলেন। আর বাবার নামে পরিচিতি পেতেন বলে জানালেন এই অভিনেতা।

চলতি বছর মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমা নিয়েই এখনো আলোচনায় চঞ্চল। সিনেমাটি কলকাতায় মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে থাকার কথা ছিল তার। কিন্তু তা না করে বাবার পাশে থাকা ভালো বলে ভাবছেন তিনি। 

এই গুণী অভিনেতা বলেন, ‘বাড়ির উঠোনেই স্কুল, বাবা সেই স্কুলের প্রধান শিক্ষক। যে কারণে স্কুলের মাঠ, গাছপালা, স্কুলঘর, বই-পত্র সব কিছুকেই পৈত্রিক সম্পত্তি ভাবতাম। ছোট বেলায় যতটা ভালো ছাত্র ছিলাম, তার চেয়ে অনেক বেশি ছিলাম দুরন্ত। যদিও রোল নম্বর সব সময়ই এক/দুই/তিনের মধ্যেই থাকতো।’

‘সৎ এবং নাম করা শিক্ষক হিসেবে আমার বাবাকে এলাকার সবাই একনামে চিনতো, এখনো চেনে। যেকোনো জায়গায় গেলে বাবার ছেলে হিসেবেই বেশি সমাদর পেতাম। কয়েক বছর আগ পর্যন্তও দুলাল মাস্টারের সন্তান হিসেবেই এলাকায় পরিচিত হতাম। বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, ছোটবেলা থেকে তোমার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি, এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে, তোমার কেমন লাগে? বাবা কোনো উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেজা চোখে কিছুক্ষণ তাকিয়ে ছিল। তার সেই গর্বিত মুখটা দেখে আমার চোখ দুটোও ঝাপসা হয়ে গিয়েছিল। সন্তানের সব সফলতায় বাবা-মায়ের যে কি শান্তি, কি আনন্দ তা আমি দেখেছি।’

কয়েকটা দিন হলো বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’

সংশ্লিষ্ট বিষয়

চঞ্চল চৌধুরী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1625 seconds.