• বিনোদন ডেস্ক
  • ২১ ডিসেম্বর ২০২২ ১৮:০৩:৫৬
  • ২১ ডিসেম্বর ২০২২ ১৮:০৩:৫৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

শেষ হতে চলছে 'ব্যাচেলর পয়েন্ট'

ছবি : সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‌‘ব্যাচেলর পয়েন্ট’ এর চতুর্থ সিজন সমাপ্তির ইঙ্গিত দিলেন পরিচালক কাজল আরেফিন অমি। তিনি তার ভেরিফায়েড  ফেসবুক পেজে মঙ্গলবার (২০ ডিসেম্বর) একটি কেকের ছবি পোস্ট করেন। যেখানে লেখা ছিল- ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪, দ্য জার্নি ইজ ওভার’।

একই পোস্ট করেন ধারাবাহিকটির সবচেয়ে জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশ। এমন ঘোষণার পর তাদের পোস্টের কমেন্টে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সবার একটাই চাওয়া যেন নাটকটির সিজন-৫ প্রচারিত হয়।

তবে এখন পর্যন্ত শেষ পর্ব প্রচার হয়নি। ১৯ ডিসেম্বর প্রকাশিত হয় চতুর্থ সিজনের ১১৪তম পর্ব।

২০১৮ সালে চ্যানেল নাইন-এ শুরু হয় ‘ব্যাচেলরস পয়েন্ট’। দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। পরবর্তী সিজনগুলো একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এতে অভিনয় করেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, এফএস নাঈম, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী প্রমুখ।

সংশ্লিষ্ট বিষয়

ব্যাচেলর পয়েন্ট

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1437 seconds.