• বিনোদন ডেস্ক
  • ২২ ডিসেম্বর ২০২২ ১৩:৩৬:৩০
  • ২২ ডিসেম্বর ২০২২ ১৩:৩৬:৩০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

স্বামীকে সংসদে দেখতে চান মাহি

ছবি : সংগৃহীত

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হচ্ছে্ন এই অভিনেত্রী। সেই সঙ্গে স্বামী-সংসার এবং ব্যবসা নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান মাহি।

ইতোমধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আগামী ২ বছরের জন্য যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি। মূলত স্বামী রকিব সরকারের অনুপ্রেরণাতেই রাজনীতির জগতে পা রেখেছেন তিনি। অভিনেত্রীর স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। নানা সময়ে স্বামী রকিবের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমেও অংশ নিতে দেখা যায় মাহিকে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) স্বামীর সমর্থনে ফেসবুক আইডিতে স্বামী রকিবের একটি ছবি দিয়ে স্ট্যাটাস দেন মাহি। ওই পোস্টে তিনি লিখেছেন, প্রিয় রকিব সরকার, আগামী উপনির্বাচন এ আপনাকে চাঁপাইনবাবগন্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। সেখানে আপনাকে দরকার, আমরা আপনাকে চাই।

প্রসঙ্গত, এর আগে বিএনপির আমিনুল ইসলাম চাপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। আর এই আসন থেকেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী রকিব সরকার।

সংশ্লিষ্ট বিষয়

স্বামী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1486 seconds.