• বিনোদন ডেস্ক
  • ২৫ ডিসেম্বর ২০২২ ১৩:২৯:৫৫
  • ২৫ ডিসেম্বর ২০২২ ১৩:২৯:৫৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

শুটিং সেট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

শুটিং সেট থেকে তুনিশা শর্মা (২০) নামে এক ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুমে অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, তুনিশার মরদেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তিনি। শুধু ধারাবাহিক নয়, একাধিক হিন্দি ছবিতেও কাজ করেছেন তুনিশা। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’ ছবি দুটিতে কাজ করেছেন তিনি। উভয় ছবিতেই তাকে ক্যাটরিনার ছোটবেলার অবতারে দেখা গেছে। এ ছাড়াও তিনি ‘দবাং ৩’ এবং ‘কহানি ২’ ছবিতেও অভিনয় করেছেন।

বি-টাউনের উঠতি এই তারকার আকস্মিক মৃত্যুতে গোটা ইন্ডাস্ট্রি শোকের ছায়া।

সংশ্লিষ্ট বিষয়

তুনিশা শর্মা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1463 seconds.