আওয়ামী লীগের সদস্যদের সাথে মাশরাফি। ছবি: সংগৃহীত
ক্রিকেট যায় রক্তে মিশে আছে সে কি ক্রিকেটের মায়া ছাড়তে পারে? মাশরাফিও ছাড়তে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে দেখা না মিললেও ঘরোয়া ক্রিকেটে দেখা মেলে মাশরাফি বিন মর্তুজার। একই সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের নড়াইলের এমপিও মাশরাফি।
দুই চরিত্রে দেখা মেলা মাশরাফির নতুন পরিচয় যুব ও ক্রীড়া সম্পাদক। এমপি হবার পরই ধারণা করা হচ্ছিল ক্রীড়া বিষয়ক পদে দেখা মিলতে পারে মাশরাফির। অবশেষে সেটিই সত্যি হল। সোমবার (২৬ ডিসেম্বর) গণভবনে নবনির্বাচিত সভাপতি মণ্ডলের প্রথম বৈঠকে মাশরাফির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরআগে, গত শনিবার আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে পুননির্বাচিত হন শেখ হাসিনা। ওবায়দুল কাদেরর রয়েছেন আগের জায়গায়। এই সভায় ৮১ টি পদের মধ্যে ৪৮ টি ঘোষণা করা হয়েছিল। বাকি ৩৩ পদের একটিতে জায়গা হলো মাশরাফির। বাকি পদগুলো এখনো ফাঁকা রয়েছে।