• বিনোদন প্রতিবেদক
  • ৩১ ডিসেম্বর ২০২২ ১৬:৩৭:২২
  • ৩১ ডিসেম্বর ২০২২ ১৬:৩৭:২২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

শিগগিরই বিচ্ছেদের কাগজ পাঠিয়ে দেব: পরীমণি

ছবি : সংগৃহীত

' এমন অসুস্থ সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাই না। রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছি। ওর সঙ্গে আর থাকা হবে না। তবে এখনও বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের চিঠি শিগগিরই পাঠিয়ে দেবো'- অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার না করার প্রসঙ্গে এভাবেই সমকালকে বলছিলেন চিত্রনায়িকা পরীমণি।  

গত ১০ জানুয়ারি রাজ-পরীর সম্পর্কের খবর প্রথম জানাজানি হয়। পরে ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। তার আগেরদিন হয় গায়েহলুদ। এ বছরই তাদের পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু পুরো বছর না যেতেই পরীমণি বললেন, তাদের একসঙ্গে আর থাকা হচ্ছে না, বিচ্ছেদের কাগজ স্বামী রাজকে পাঠাবেন শিগগিরই।  

শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে পরীমণি তাদের বিচ্ছেদের ইঙ্গিত দেন। সেখানে এই নায়িকা লিখেন, 'হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

পরীর এই স্ট্যাটাসের সূত্র ধরে যোগাযোগ করা হয় তার সঙ্গে। রাতে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। শনিবার সকালে আবার যোগাযোগ করলে তিনি বলেন, 'এ বিষয়ে কি আর বলব! আমি ভালো নেই। মানসিক অবস্থাও বেশ খারাপ। এই অবস্থায় বেশিকিছু বলার মুডে নেই। শুধু এতোটুকু বলবো, আমাদের সম্পর্ক অনেক দিন ধরে ভালো যাচ্ছিল না। তারপরও রাজ্যর দিকে চেয়ে চেষ্টা করছিলাম ভালো করার। কিন্তু একটা খারাপ সম্পর্ক নিয়ে বেশিদূর তো এগোনো যায় না। আমিও হয়তো এগোতে পারছি না। তাই বাধ্য হয়েই আলাদা হচ্ছি।'

সংশ্লিষ্ট বিষয়

পরীমণি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1476 seconds.