চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত
মাহিয়া মাহি–চিত্রানয়িকা হিসেবে বেশ খ্যাতি পেয়েছেন আগেই। পর্দায় নিজেকে প্রমাণ করা মাহির ইচ্ছে ছিল রাজনীতিতেও নিজেকে প্রমাণ করার। কিন্তু, আওয়ামী লীগ মনোনয়ন দেননি মাহিয়া মাহিকে।
মাহি রাজনীতিতে আসছেন সেটি জানিয়েছিল বেশ আগেই। প্রচার–প্রচারণাও করেছিলেন বেশ। জমা দিয়েছিলেন মনোনয়ন পত্রের কাগজও। কিন্তু রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের বোর্ড সভায় সিদ্ধান্ত জানানো হলে মনোনয়ন পাননি মাহি। চাপাইনবয়াবগঞ্জ-২ আসনে মাহিকে হারিয়ে মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান।
মনোনয়ন না পেলেও আক্ষেপ নেই মাহির। আজ সোমবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন মাহি। সেখানে মাহি বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি অবশ্যই দলের জন্য ভালো। আমি মনোনয়ন না পেলেও দলের পক্ষে কাজ করতে চাই। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি নিশ্চয়ই দলের জন্য সেরা। আমি তার পক্ষে নৌকার হয়ে কাজ করবো এবং ঐ আসনে যেনো ৫০ হাজার বেশি ভোটে নৌকার জয় হয়।’
এছাড়াও, যারা নৌকার মনোনয়ন পাননি তাদেরকেও ঐক্যবদ্ধ হয়ে নৌকার হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মাহি। মাহিয়া মাহি বর্তমানে বঙ্গবন্ধু সংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।