• বিদেশ ডেস্ক
  • ০৩ জানুয়ারি ২০২৩ ১০:৫৭:১৪
  • ০৩ জানুয়ারি ২০২৩ ১০:৫৭:১৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

৬৩ সেনা নিহতের কথা স্বীকার করল রাশিয়া

ছবি : সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ রুশ সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর এমন হামলায় নিজেদের সেনা নিহতের কথা স্বীকারের ঘটনা প্রায় বিরল।

ইউক্রেনের সেনাবাহিনী এর আগে দাবি করেছে, তারা এ হামলায় ৪০০ রুশ সেনাকে হত্যা করেছে। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটি রুশ অধিকৃত মাকিইভকা শহরের একটি স্কুল ভবনকে টার্গেট করে নিক্ষেপ করা হয়। যা রুশ সৈন্যরা ব্যারাক হিসেবে ব্যবহার করছিল।

১০ মাস আগে শুরু হওয়া এ যুদ্ধে রাশিয়ার স্বীকার করা সেনাহত্যার সংখ্যা বিবেচনায় এটিই সর্বোচ্চ।

সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনাদের ব্যারাক হিসেবে ব্যবহার করা একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় সেনারা যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস সিস্টেম ব্যবহার করে ছয়টি রকেট ছুঁড়েছে। এর মধ্যে দুটি ভূপাতিত করা হয়েছে।

ইংরেজি নববর্ষের শুরুতেই অর্থাৎ রোববার গভীর রাতে হামলায় ওই আবাসিক ভবনটি একেবারে গুঁড়িয়ে গেছে। সূত্র: বিবিসি, সিএনএন।

সংশ্লিষ্ট বিষয়

রাশিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1463 seconds.