• বিদেশ ডেস্ক
  • ০৮ জানুয়ারি ২০২৩ ১২:৩৭:৫৪
  • ০৮ জানুয়ারি ২০২৩ ১২:৩৭:৫৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দিল্লিতে তীব্র শীত, তাপমাত্রা ১ দশমিক ৮ ডিগ্রি

ছবি : সংগৃহীত

তীব্র শীতে কাপছে ভারতের রাজধানী দিল্লি। ঠান্ডার প্রতিযোগিতায় হিমালয়ের পাহাড়ি এলাকাগুলোকেও টেক্কা দিচ্ছে শহরটি।

শুক্রবার (৬ জানুয়ারি) দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা বৃহস্পতিবার ছিল আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা অনেকটাই কমেছে।

এদিন দিল্লির সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া উজওয়ায় ২ দশমিক ৩ ডিগ্রি ও দিল্লি রিজ ও লোদি রোড এলাকায় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।

দিল্লিতে শীত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। বৃহস্পতিবার সকালে শহরটিতে বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ৫ হাজার ২৪৭ মেগাওয়াটে। যা গত দুই শীতের মৌসুমে দেখা যায়নি।

তাপমাত্রা কমার সঙ্গে রয়েছে তীব্র কুয়াশার দাপট। দিল্লি ও তার আশপাশের এলাকায় সতর্কতা স্বরূপ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

সংশ্লিষ্ট বিষয়

দিল্লি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1598 seconds.