• বিদেশ ডেস্ক
  • ১১ জানুয়ারি ২০২৩ ২০:০৭:০২
  • ১১ জানুয়ারি ২০২৩ ২০:০৭:০২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

কম্পিউটার সিস্টেমের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কম্পিউটারে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রয়েছে। সিএনবিসি ও বিবিসি এ তথ্য জানিয়েছে।

ত্রুটি নিরসনের কাজ চলমান বলে বলে জানিয়েছে এফএএ। যুক্তরাষ্ট্রের জাতীয় মুখপাত্র বলেছেন, এয়ার মিশন সিস্টেম পুনরায় আগের অবস্থায় আনতে কাজ চলছে। ঠিকঠাক হলেই বিস্তারিত জানানো হবে। ন্যাশনাল এয়ারস্পেস আক্রান্ত হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ ১২ ফ্লাইট বিলম্ব হয়েছে। বিমানবন্দরগুলোতে বহু উড়োজাহাজ উড্ডয়ন না করায় যাত্রা বিলম্বের কারণে যাত্রীরা আটকা পড়েছেন বলে অনেকেই অভিযোগ দিয়েছেন। অনেক বিমানবন্দরে যাত্রীরা ক্ষোভও প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতের জাতীয় নিয়ন্ত্রণ সিস্টেম নোটিশ টু এয়ার মিশন সিস্টেমের ত্রুটির কারণে সমস্যা হয়েছে।

সকালে এএফএ টুইট করে সিস্টেমে ত্রুটির কথা জানায়। এএফএ দ্বিতীয় টুইটে জানায়, কিছু কিছু ফাংশন লাইনে চলে এসেছে। কিছু বিষয় কাজ করতে শুরু করেছে।

কিছুক্ষণ পর তৃতীয় টুইটে এএফএ জানায়, অভ্যন্তরীণ সব কোম্পানিকে স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত তাদের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়। অর্থাৎ প্রায় দুই ঘণ্টার জন্য সব ফ্লাইট বন্ধ রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1581 seconds.