• বিনোদন ডেস্ক
  • ১৪ জানুয়ারি ২০২৩ ১২:২৯:৪৩
  • ১৪ জানুয়ারি ২০২৩ ১২:২৯:৪৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

মাকেও আমার বাসায় ঢুকতে দিতে পারি না : আরজে কিবরিয়া

ছবি : সংগৃহীত

বেড়াতে গিয়ে মারধর ও হুমকির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় জিডিটি করেছেন আরজে কিবরিয়া।

সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে আমি কোনো দিন আমার পারিবারিক বিষয় নিয়ে কথা বলিনি। বলতেও চাই না, যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার পক্ষে না।

আরজে কিবরিয়ার ভাষ্যমতে, আমার শত্রু বলে যদি কেউ থেকে থাকে, সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাই না। আমি ক্ষমা করতে ভালোবাসি। আমি আমার কাছে সৎ। কারও প্রতি কোনো অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন।

কিবরিয়ার পোস্টের নিচে তার পরিচিতজনদের একজন লিখেছেন, মাথা ঠান্ডা রাখেন কিবরিয়া। ধৈর্য রাখুন। আমি জানি আপনি পারবেন।

তার সেই মন্তব্যের জবাবে কিবরিয়া লিখেছেন, আমাকে এবার পারতেই হবে ভাই। অনেক সেক্রিফাইস করেছি। আপনি ছাড়া আর কে বেশি ভালো জানে। জন্মদাতা মাকেও ঢুকতে দিতে পারি না আমার বাসায়। সন্তানকেও তাই বলে সেক্রিফাইস! নোপ। নেভার! আর কতকাল পাবলিক ইমেজের ক্ষতি হবে ভেবে নিজেকে নিজে ধ্বংস করব। আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট বিষয়

আরজে কিবরিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1739 seconds.