• ক্রীড়া ডেস্ক
  • ২৪ জানুয়ারি ২০২৩ ০৯:০৭:২৩
  • ২৪ জানুয়ারি ২০২৩ ০৯:০৭:২৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

পিএসজির গোল উৎসব–এমবাপ্পের ৫

হ্যাটট্রিক সহ পাঁচ গোল করেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত

 

দুর্দান্ত সময় কাটাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সবশেষ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা এমবাপ্পে এবার পিএসজির জার্সিতে এক ম্যাচেই করলেন পাঁচ গোল। এমবাপ্পের পাঁচ গোলের ম্যাচে ৭-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। 

সোমবার রাতে কোপা ডে ফ্রান্স কাপের শেষ ৩২-এর ম্যাচে পি কে কেসেলের বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামে পিএসজি। শক্তির বিচারে পিএসজির চেয়ে ঢেড় পিছিয়ে থাকা কেসল ম্যাচে লড়াইয়ের আভাসও দিতে পারেনি।

ম্যাচে শুরু থেকেই কেসেলেট কোর্টে আক্রমণ মরতে থাকে পিএসজি। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই কেসেলের জালে বল জড়ান এমবাপ্পে। কিন্তু অফসাইডে জন্য গোলটি বাতিল করতে হলে পিএসজিকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৯ মিনিট পর্যন্ত।

ম্যাচের ২৯ তম মিনিটে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন এমবাপ্পে। এরপর একে একে আরও পাঁচবার কেসেলের জালে বড় জড়ান এমবাপ্পে। ম্যাচে এমবাপ্পের ৫ গোলের সাথে নেইমার ও কার্লোসের গোলে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1418 seconds.