উইকেটরক্ষক হিসেবে সুযোগ হয়েছে পান্থের। ছবি: সংগৃহীত
২০২২ সালে সাদা পোশাকে রঙিন সময় কাটিয়েছেন লিটন দাস। ১০ ম্যাচে ৮০০ রান করে দেশের পক্ষে সর্বোচ্চ রান করলেও আইসিসির টেস্ট দলে জায়গা হয়নি লিটনের। উইকেটরক্ষক হিসেবে সুযোগ মিলেছে পান্থের।
টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্ট দল ঘোষণা করেছে আইসিসি। নেতৃত্ব পেয়ে ইংল্যান্ডকে বদলে দেওয়া স্টোকারের কাঁধেই উঠেছে অধিনায়কের দায়িত্ব। দলে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া।
২০২২ সালে টপ রান স্কোরার বাবর আজমের সাথে সুযোগ পেয়েছেন লাবুশেন। এছাড়াও ওপেনিংয়ে সুযোগ হয়েছে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন ঋষাভ পান্থ। বোলিংয়ে ৪০ বছর বয়সি জেমি এন্ডারসনের সঙ্গী রাবাদা–কামিন্সরা।
আইসিসি বর্ষসেরা টেস্ট দল:
উসমান খাজা, ক্রেইগ ব্র্যাথওয়েট, মারনাস লাবুশেন, বাবর আজম, জনি বেয়ারস্টো, বেন স্টোকস(অধিনায়ক), ঋষভ পান্থ (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথান লায়ন ও জেমি অ্যান্ডারসন।