• ক্রীড়া ডেস্ক
  • ২৪ জানুয়ারি ২০২৩ ২২:৩৩:২২
  • ২৪ জানুয়ারি ২০২৩ ২২:৩৩:২২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

তাসকিনের বোলিং তাণ্ডবে ১০৮ রানও টপকাতে পারল না তামিম–ইয়াসিররা

৯ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন। ছবি: সংগৃহীত

 

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, যেখানে ক্ষণে ক্ষণে রং বদলায়, বদলে যায় দৃশ্যপট। শুরুর গল্পে রাজা নাহিদুল হলেও ১০৮ রানের পুঁজি নিয়ে তাসকিন মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করে বনে গেলেন মহারাজা। খুলনা হারলো ২৪ রানে!

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হয় ঢাকা ডমিনেটর্স ও খুলনা টাইগার্স। টস ভাগ্যে খুলনার জয় হলে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকাকে। খুলনার আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। নাহিদুলের বোলিং তোপে মাত্র ৮ রানে তিন উইকেট হারায় ঢাকা

সেখান থেকে একপ্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন সৌম্য। অভিষিক্ত অ্যালেক্স ব্লেক হতাশ করলে ব্যর্থ হোন নাসিরও। ততক্ষণে ফিফটির দেখা পান সৌম্য। ফিফটির পর সৌম্য আউট হলে নাসুমের স্পিন বিষে নীল হয় প্রতিপক্ষের ব্যাটাররা। শেষ পর্যন্ত ১০৮ রানেই থামে ঢাকার ইনিংস। খুলনার পক্ষে নাহিদুল মাত্র ৬ রানে ৪ উইকেট শিকার করেন, এটি চলতি বিপিএলে সেরা বোলিং ফিগার, এছাড়াও বিপিএল ইতিহাসের চতুর্থ সেরা ইকোনমিক স্পেল।

ঢাকার দেওয়া ১০৯ রানকে সামনে রেখে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শাই হোপ। এরপর একে একে সাজঘরে ফেরেন জয়-তামিমরাও! নিয়মিত বিরতিতে উইকেট হারনাো ঢাকা শেষ মূহুর্তে তাসকিন – আল আমিনদের বোলিং তোপে মাত্র ৮৪ রানে অলআউট হলে ২৪ রানের জয় পায় ঢাকা। ম্যাচে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তাসকিন। 

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১০৮/১০ (১৯.৪ ওভার)
সৌম্য ৫৭, তাসকিন ১২, আল আমিন 
নাহিদুল ৬/৪, নাসুম ১১/৩, রানা ২০/১

খুলনা ৮৪/১০ (১৫.৩ ওভার)
তামিম ৩০, ইয়াসির ২১
তাসকিন ৯/৪, আল আমিন ১৭/২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1449 seconds.