• ক্রীড়া ডেস্ক
  • ২৪ জানুয়ারি ২০২৩ ২২:৫৫:১২
  • ২৪ জানুয়ারি ২০২৩ ২২:৫৫:১২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বিফলে কনওয়ের সেঞ্চুরি, হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ড

১৩৮ রানের ইনিংস খেলেন কনওয়ে। ছবি: ইএসপিএন

 

পাকিস্তানের মাটিতে সিরিজ জয় করে উড়তে থাকা নিউজিল্যান্ড পাত্তাই পেল না ভারতের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই হেরে হোয়াইট ওয়াশের তীক্ষ্ণ স্বাদ নিয়েছে দলটি, সেই সাথে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ স্থানও হারিয়েছে ভারতের কাছে।

দুর্দান্ত একটা সিরিজ কাটালেন তরুণ ওপেনার সুবমান গিল। প্রথম ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরির পর আজও তুলে নিয়েছে সেঞ্চুরি। সবমিলিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৬০ রান করে বাবর আজমের সাথে যৌথভাবে শীর্ষে নাম লেখালেন গিল। গিলের রেকর্ড সেঞ্চুরির ম্যাচে ১১০০ দিন পর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির দেখা পান রোহিত শর্মা৷ ইন্দোরে আজ রোহিত–গিলের জোড়া সেঞ্চুরির সাথে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ফিফটিতে ৩৮৫ রানের পুঁজি পায় ভারত। সবমিলিয়ে সবশেষে পাঁচ ওয়ানডেতে আগে ব্যাটিং করা ভারত পাঁচটিতেই তুলে নিয়েছে ৩০০+ রান!

ভারতের দেওয়া ৩৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও কনওয়ে ও হেনরি নিকোলাসের দারুণ ব্যাটিংয়ে লড়াইয়ের আভাস দেয় নিউজিল্যান্ড। একপ্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে কনওয়ে তুলে নেন সেঞ্চুরি। কিন্তু দলীয় ১৮৪ রানে মিচেল আউট হলে ত্রাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ। সেখান থেকে কনওয়ে চেষ্টা করলেও ফিরে যান ১৩৮ রান করে।

কনওয়ের সেঞ্চুরি ও নিকোলাসের ৪২ রানের পর শেষ দিলে ব্রেসওয়েল ও স্যান্টনার চেষ্টা করলেন লক্ষ্যে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড। শার্দুল ঠাকুর-কুলদীপ যাদবদের বোলিং তোপে মাত্র ২৯৫ রানে অলআউট হলে ৯০ রানের হার মানে দলটি। সেই সাথে স্বাদ নোন হোয়াইট ওয়াশের। ম্যাচে গেম চেঞ্জিং স্পেলের ফলে ম্যাচ সেরা হোন শার্দুল ও সিরিজ সেরার পুরষ্কার ওঠে সুবমান গিলের হাতে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1435 seconds.