• ক্রীড়া ডেস্ক
  • ২৫ জানুয়ারি ২০২৩ ১০:০৬:৩৬
  • ২৫ জানুয়ারি ২০২৩ ১০:০৬:৩৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

পরিবারের মানুষদের কষ্টে হতাশ হোন শান্ত

স্ত্রীর সাথে শান্ত। ছবি: সংগৃহীত

 

নাজমুল শান্ত, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভাবানদের একজন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্ত যেনো হয়ে উঠেছেন সকলের ট্রলের খোঁড়াক। শান্ত ভালো করলেও সমালোচনা, খারাপ করলে তো কথায় নেই।

এইসব সমালোচকদের উদ্দেশ্যে কয়েকদিন আগে শান্ত বলেছিলেন, ‘তিনি প্রতিপক্ষের সাথে নয়, পুরো দেশের বিপক্ষে খেলেন।’ এবার শান্ত জানালেন তিনি হতাশ না হলেও এইসব বিষয় কষ্ট দেয় তার পরিবারের মানুষদের।

মঙ্গলবার বরিশালের বিপক্ষে অনবদ্য ৮৯ রানের ইনিংস খেলেন শান্ত। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হলে দর্শকদের সমালোচনা কিভাবে দেখেন তিনি, এইসব বিষয়ে জানতে চাওয়া হয় শান্তর থেকে। শান্ত এড়িয়ে না গিয়ে বলেন, এইসব বিষয় তার পরিবারের মানুষদের কষ্ট দেয় অনেক।

শান্ত বলেন, ‘এই বিষয়গুলো (সামাজিক যোগাযোগ মাধ্যম) আমার জন্য যতোটা কঠিন, তার চেয়ে আমার পরিবারের জন্য আরও বেশি কঠিন। আমি যেভাবে বুঝি, আমার পরিবারের মানুষগুলো সেভাবে বোঝে না। তারা কষ্ট পায়, তাদের খারাপ লাগে। এই জিনিসগুলোর জন্য মাঝে মাঝে হতাশ হই।’

সমালোচকদের বিষয়ে না ভেবে শান্ত মনোযোগী তার উন্নতিতে। এই সমালোচনার মাঝেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন শান্ত। বিপিএলেও এখন পর্যন্ত সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন। আর এইসব পরিশ্রমের ফলেই সম্ভব হলেও জানাতে চান না কাউকে।

শান্ত বলেন, ‘আমার পরিকল্পনা কি, কিংবা কতোটুকু পরিশ্রম করি এটা অনেকে জানে না। জানার প্রয়োজনও নেই। এটা (সমালোচনা) যার যার চিন্তাভাবনা থেকে বলে, এগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। তারা পরিবর্তন হবে কি না এগুলো নিয়ে ভাবা আমার কাজ নয়। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলেও কিছু করার নেই।’

সংশ্লিষ্ট বিষয়

নাজমুল শান্ত সমালোচনা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1448 seconds.