• নিজস্ব প্রতিবেদক
  • ২৫ জানুয়ারি ২০২৩ ১১:৩৬:০১
  • ২৫ জানুয়ারি ২০২৩ ১১:৩৬:০১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

‘পাঠান’ দেখতে ভোর থেকেই দর্শকদের ভিড়

ছবি : সংগৃহীত

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। অনেক বিতর্কের মাঝেও মুক্তি পেল শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। প্রেক্ষাগৃহগুলোর সামনে ভোর থেকেই ছবিটি দেখতে ভিড় করছে ভক্তরা। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন বলিউডের রোমান্স কিং।

ছবিটির প্রথম শো কোনোভাবেই মিস করতে চাইছেন না শাহরুখ ভক্তরা। তাইতো ভর থেকেই মাল্টিপ্লেক্সের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়েছে দর্শকেরা।

দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনে ভোর থেকেই অনেক ভিড়। দলে দলে সিনেমাপ্রেমীরা ঢুকছেন। এদিকে ‘পাঠান’র অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শোয়ের টিকিট প্রায় বিক্রি শেষের দিকে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে জানা গেছে, সকাল ৭টার আগে এই ছবির শোয়ের ব্যবস্থা করেছে আইনক্স। দর্শকদের কথা মাথায় রেখেই তাদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সংস্থার রিজিওনাল ডিরেক্টর (ইস্ট) অমিতাভ গুহ ঠাকুরতা জানান, দর্শকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। সাধারণত ইংরেজি কোনো ছবির ক্ষেত্রে আমরা সকাল ৭টায় শো দিই। তবে হিন্দি ছবির ক্ষেত্রে দীর্ঘদিন পর এত সকালে শো দেওয়া হলো।

তিনি আরও বলেন, প্রথম দিন শহরের অধিকাংশ মাল্টিপ্লেক্সই সকালে ছবিটির শো রেখেছে। আসলে বক্স অফিসের ভাগ ছাড়তে কেউই সুযোগ হাতছাড়া করতে রাজি নয়। তাই সবার সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে যাচ্ছে হলগুলো।

সংশ্লিষ্ট বিষয়

পাঠান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1527 seconds.