• ক্রীড়া ডেস্ক
  • ২৫ জানুয়ারি ২০২৩ ১৪:৪৯:১৫
  • ২৫ জানুয়ারি ২০২৩ ১৪:৪৯:১৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

‘আমার গ্ল্যামার, আমার মঞ্চ সব বাইশ গজেই’

তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

 

পেসারদের যেমন আগ্রাসন, গতি আর ক্ষিপ্ততা থাকা দরকার তার সবটাই রয়েছে তাসকিন আহমেদের মাঝে। বাইশ গজে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়া তাসকিনের মূলমন্ত্র গ্ল্যামার, বাইশ গজই তার মঞ্চ। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) খুলনার বিপক্ষে ১০৮ রানের পুঁজি নিয়েও জয় পেয়েছে ঢাকা। ম্যাচে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট শিকার করে ম্যাচ সেরা হোন তাসকিন আহমেদ। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে হাজির হোন তাসকিন। জানালেন গ্ল্যামার আর পরিশ্রমই তার কাছে সবকিছু। উত্থান–পতন যাই হোক বাইশ গজই তার ঠিকানা। তাই যেকোনো পরিস্থিতিতেই এখন স্ট্রং রাখেন নিজেকে। চাপের মুখেও এখন দুর্দান্ত তাসকিন। জানালেন সব পরিস্থিতিতেই মানিয়ে নেন নিজেকে।

তাসকিন বলেন, ‘জ্বী না (ভেঙে পড়া), আসলে একজন ক্রিকেটার হিসেবে আমার গ্ল্যামার বলেন আর মঞ্চ বলেন, সবই বাইশ গজে। এখানে আমি আমার সেরাটানদিয়ে এনজয় করার চেষ্টা করি। এখানে কখনো ভালো হবে আবার কখনো খারাপ হবে, কিন্তু প্রসেস, পরিশ্রম, মাইন্ড ট্রেনিং ঠিক রাখতে হবে।’

তাসকিন তার ক্রিকেটীয় ক্যারিয়ারের উত্থান–পতনের সবটাই দেখেছেন। হতাশও হয়েছেন বহুবার, চাপের মুখে হারিয়েছেন নিজেকে। কিন্তু এখন তাসকিন পরিণত, মার্জিত। তাই তাসকিন এখন হারার ভয় না করেই মাঠে নামেন। যেকোনো পরিস্থিতিতেই মানিয়ে নিতে চান।

তাসকিন বলেন,  ‘ঐ যে (পরিশ্রম, প্রসেস, মাইন্ড ট্রেনিং) সবকিছু মিলিয়ে এখন মাঠে ফেইল করার ভয় ছাড়া খেলার চেষ্টা করি। ক্রিকেটে কখনো হবে আবার কখনো হবেনা, এগুলো একসেপ্ট (গ্রহণ/মানিয়ে নেওয়া) করতে হবে।’

তাসকিন এখন শুধু বল হাতেই নিজেকে নতুন করে চেনাচ্ছেন না, ব্যাটিংয়েও কেড়েছেন নজর। সাথে ফিল্ডিংয়েও তাসকিন এখন অসাধারণ হয়ে উঠছে। বরিশালের বিপক্ষে অসাধারণ দুইটি ক্যাচ নিয়ে নজরে এসেছিলেন তাসকিন। এবার তাসকিন জানালেন হারের চিন্তা না করেই সব বিভাগের ভালো করতে চান তিনি।

তাসকিন বলেন, ‘আগেই বললাম ফেইল করার ভয় বাদ দিয়ে চেষ্টা করি মাঠে ভালো করার। ইভেন ফিল্ডিংয়েও। কারণ, একটা সময় ফিল্ডিংয়ে অনেক খারাপ ছিলাম, এখন আগের চেয়ে বেটার হয়েছে। আর উন্নতির তো শেষ নেই, এখন সবকিছু নিয়েই কাজ করছি যাতে আরেকটু উন্নতি করা যায়।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1521 seconds.