কুমিল্লার জার্সিতে বিপিএল মাতাচ্ছেন রিজওয়ান – খুশদিল। ছবি: সংগৃহীত
চলছে বিপিএলের নবম আসর। আসরে বিদেশি ক্রিকেটারদের মাঝে পাকিস্তানি ক্রিকেটারদের দাপট বেশি। নাসিম শাহ থেকে শুরু করে ইফতেখার, আমিররা মাতাচ্ছেন বিপিএল। কিন্তু বিপিএল শেষ না করেই তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি।
আগামী ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পাকিস্তান ক্রিকেট লীগ। আর এই আসরের জন্যই পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম সামা নিউজ।
বিপিএলের শুরুতে বলা হয়েছিল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যাবে পাকিস্তানি ক্রিকেটারদের। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদলিয়েছে পিসিবি, জানিয়েছেন ২ ফেব্রুয়ারির মধ্যে বিপিএল ছেড়ে দেশে ফিরতে হবে ইমাদ, নাসিম, রিজওয়ানদের।
এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটাররাই যেনো মূল আকর্ষণ। কিন্তু আসরের মাঝপথে মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, ইফেতখার আহমেদ সহ ইমাদ ওয়াসিম – আজমদের দেশে ফেরার নির্দেশ বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।