সূর্যকুমার যাদব। ছবি: গেটি ইমেজস
২০২২ সালটি স্বপ্নের মতো কেটেছে ভারতীয় টপ অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবের। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়া সূর্যকুমার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার পর এবার আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বনে গেছেন।
২০২২ সালটি ক্রিকেট প্রেমীদের জন্যও ছিলো দারুণ একটা বছর। অস্ট্রেলিয়া বিশ্বকাপে স্যাম কারেন টুর্নামেন্ট সেরা হয়ে যেমন চমক দেখিয়েছি তেমনি দুর্দান্ত পারফরম্যান্স করে সিকান্দার রাজা বনে গিয়েছিলেন ছোট দলের বড় তারকা। সবমিলিয়ে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন সূর্যকুমার যাদব, স্যাম কারেন, সিকান্দার রাজা ও মোহাম্মদ রিজওয়ান।
২০২২ সালে ভারতের জার্সিতে মাত্র ৩১ ম্যাচে ১৮৭.৪৩ স্ট্রাইকরেটে ১১৬৪ রান করা সূর্য ছক্কা হাঁকিয়েছেন ৬৮ টি। আর এতেই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন সূর্য। সবমিলিয়ে ৯হাফ সেঞ্চুরি ও ২ সেঞ্চুরি করা সূর্যই হলেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।
এই তালিকায় থাকা সিকান্দার রাজা ৭৩৫ রান ও ২৫ উইকেট শিকার করেন। এছাড়াও স্যাম কারেন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হওয়ার সাথে ২৫ উইকেট নিয়ে মনোনয়ন পেয়েছিলেন। তালিকায় থাকা রিজওয়ান ২৫ ম্যাচে করেছিলেন ৯৯৬ রান।