মার্কো জানসেন। ছবি: ইএসপিএন
মার্কো জানসেন নামটি ক্রিকেট প্রেমীদের কাছে খুব একটা আলোচিত নাম না হলেও পারফরম্যান্স দিয়ে আইসিসির নজরে এসেছেন ঠিকই। সাদা পোশাকে রঙিন সময় কাটানো জানসেন নির্বাচিত হয়েছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত পাওয়া এই ক্রিকেটার ২০২২ সালে মাত্র ১৯ গড়ে ৩৬ উইকেট ও ২৩৪ রান করে আর্শদীপ–অ্যালেনদের হারিয়ে আইসিসিট বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার বনে গেছেন।
অল্প সময়ের মধ্যে অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে দেখিয়েছেন তিনি। এরই সুবাদে ক্যারিয়ারের শুরুতেই আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কার জিতলেন।
এরআগে আইসিসির উদীয়মান ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান, নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, ভারতের আর্শদীপ সিং ও প্রোটিয়া অলরাউন্ডার মার্কো জানসেন।