বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ছবি: সংগৃহীত
হ্যাটট্রিক জয়ে আসর শুরু করা বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচ হারলে অনেকটাই ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। আজ আরব আমিরাতে বিপক্ষে বড় জয় পেলেও সেমিফাইনাল খেলা হচ্ছে না দিশা–স্বর্ণাদের।
প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করেছে আইসিসি। সুপার সিক্সে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস ভাগ্যে হার হলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। কেননা, সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিলো বড় জয়। বড় জয় পেয়েছে ঠিকই, কিন্তু উইকেটের ব্যবধানে হওয়ায় সেমিফাইনাল না খেলার আক্ষেপে পু্ড়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাটিং করে মারুফা ও রাবেয়ার দারুণ বোলিংয়ের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আরব আমিরাতের ব্যাটাররা। দলের মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালে ৬৯ রানের পুঁজি পায় দলটি। আরব আমিরাতের দেওয়া ৭০ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের সামনে কঠিন সমীকরণের একটি ছিলো ৭ ওভারে জয়, এরপর সেমিফাইনালে যাবে সেটি নিশ্চিত ছিলো না।
৭০ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ চাপে পড়ে শুরুতেই। গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করেন মিষ্টি ও সুমাইয়া। ইনিংস বড় করতে ব্যর্থ হোন প্রত্যাশাও। শুরুর ব্যর্থতার দিনে স্বর্ণার আগ্রাসী ১৯ বলে ৩৮ রানে ভর করে ৯.১ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
আরব আমিরাত ৬৯/৯ (২০ ওভার)
কেনি ২৯, গৌর ১৭; রাবেয়া ১৪/৩, মারুফা ১৬/২
বাংলাদেশ ৭৩/৫ (৯.১ ওভার)
স্বর্ণা ৩৮, প্রত্যাশা ১৫; ধরনিধারকা ১৮/২