জেরহার্ড এরাসমাস। ছবি: সংগৃহীত
আইসিসির বর্ষসেরা ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আগেই। আজ বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও ঘোষণা করেছে তারা। ভারতের সূর্যকুমারের হাতে উঠেছে আইসিসির বর্ষসেরা পুরষ্কার।
একই দিনে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। সূর্য–জানসেনদের খুশির দিনে আইসিসি কতৃক পুরষ্কার জিতেছেন নামিবিয়ার জেরহার্ড এরাসমাস।
বর্ষসেরা সহযোগী ক্রিকেটারের পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। সহযোগী সদস্য দেশের ক্রিকেটারদের এই পুরস্কারটি উঠেছে জেরহার্ড এরাসমাসের হাতে। নামিবিয়াকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডার ২০২২ সালে ওয়ানডেতে ৯৫৬ রান ও ১২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩০৬ রান ৬ উইকেট নিয়ে নজরে এসেছিলেন। সেই পুরুষ্কারও পেলেন তিনি।