দেম্বেলের একমাত্র গোলে জয় পায় বার্সা। ছবি: সংগৃহীত
সময়টা দারুণ কাটছে বার্সেলোনার। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জেতা বার্সা এবার কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের শ্বাসরুদ্ধকর জয়ে পৌঁছেছে সেমিফাইনালে।
বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে বেশ দাপট দেখান বার্সা। বল দখল থেকে শুরু করে আক্রমণ, সবখানে বার্সার দাপট দেখা গেলেও সোসিয়েদাদের জালে বল জড়াতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৫২ মিনিট!
এরআগে প্রথমার্ধের ৪০ তম মিনিটে বার্সার বুসকেতসেকে বাজে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। এরওর দ্বিতীয়ার্ধের ৭ম ও ম্যাচের ৫২ তম মিনিটে জুলস কুন্দের বাড়ানো বলে বার্সার পক্ষে একমাত্র গোলটি করেন দেম্বলে।