৯০ মিনিটে মাত্র ২ টি শট নেন রোনালদো। ছবি: সংগৃহীত
সৌদি যাত্রা শুরু করেছিলেন জয় দিয়েই, প্রথম ম্যাচে গোল না পাওয়া রোনালদো আজও ছিলো নিষ্প্রভ! ম্যাচে ৩-১ গোলের বড় হারে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল আল-নাসর।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় আল-নাসর ও আল-ইত্তিহাদ। সেমিফাইনালে আল-নাসরের ভক্তরা অপেক্ষায় ছিলো ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিক দেখতে।
কিন্তু উল্টো ম্যাচের ১৫ তম মিনিটে গোল হজম করে আল-নাসর। এরপর প্রথর্মাধে আরেকটি গোল হজম করলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোর আল-নাসর। দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার চেষ্টা করে আল-নাসর।
অবশেষে ম্যাচের ৬৭ তম মিনিটে আল-নাসরের হয়ে গোল করেন তালিস্কার। এরপরই আল-নাসরের ভক্তরা অপেক্ষায় থাকে রোনালদোর ম্যাজিক দেখতে। কিন্তু উল্টো ম্যাচের ৯৩ মিনিটে গোল হজম করে রোনালদোরা। এরফলে ৩-১ গোলের হারে সেমিফাইনাল থেকে বিদায় নেয় আল-নাসর।
ম্যাচে ৯০ মিনিট খেললেও রোনালদো শট নিয়েছেন মাত্র ২ টি, চান্স তৈরি করতে পারেননি একটিও।