• ক্রীড়া ডেস্ক
  • ২৭ জানুয়ারি ২০২৩ ০৯:০৩:৪২
  • ২৭ জানুয়ারি ২০২৩ ০৯:০৩:৪২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

পিছিয়ে পড়েও সেমিতে রিয়াল মাদ্রিদ

গোলের পর বেনজেমার উল্লাস। ছবি: সংগৃহীত

 

বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব বলা হয় রিয়াল মাদ্রিদকে। এটি যে ভুল নয়, সেটিই প্রমাণ করছেন বেনজেমা–ভিনিসিউসরা। অ্যাতলেটিকোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থেকেও ৩-১ গোলের জয়ে সেমিফাইনালে উঠেছে দলটি।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ২-০ গোলে পিছিয়ে থাকা মাদ্রিদ জয় পেয়েছিল ৩-২ গোলে। এবার বৃহস্পতিবার দিবাগত রাতে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠেট লড়াইয়ে পিছিয়ে থেকেও বড় জয় নিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধের ১৯ তম মিনিটেই লিড পায় অ্যাতলেটিকো। প্রথমার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মাদ্রিদ। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পেলে প্রথমার্ধ শেষো অ্যাতলেটিলো এগিয়ে থাকে ১-০ গোলে। 

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে লড়াই চালাতে থাকে রিয়াল। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের ৬৯ তম মিনিটে রিয়ালের স্ট্রাইকার ফেদেরিকো ভালভার্দের বদলে মাঠে নামানো হয় রদ্রিগোকে। মাঠে নামার ১০ মিনিট পরেই গোল করে রিয়াল মাদ্রিদকে ম্যাচে ফেরান তিনি।

নির্ধারিত সময়ে আর কোনো দলই গোলের দেখা না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে অ্যাতলেটিকো খেয় হারিয়ে বসলে আরি দুইবার গোল হজম করে দলটি। অবশ্য অ্যাতলেটিকো বড় ধাক্কা খায় ম্যাচের ৯৯ তম মিনিটে স্টেফান স্যাভিকের লাল কার্ডে! এরপর পাঁচ মিনিট যেতেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন করিম বেনজেমা। এরপর শেষ মূহুর্তে আরও একবার অ্যাতলেটিকোর চালে বড় জড়িয়ে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলের জয় এনে দেন ভিনিসিইস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1471 seconds.