• ক্রীড়া ডেস্ক
  • ২৮ জানুয়ারি ২০২৩ ১১:০৫:৪০
  • ২৮ জানুয়ারি ২০২৩ ১১:০৫:৪০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

রোনালদো ৫১, পাঁচে মদরিচ–সেরা মেসি

লিওলেন মেসি। ছবি: সংগৃহীত

 

ক্রিস্টিয়ানো রোনালদো ২০২২ সালটি ভুলেই যেতে চাইবেন। ক্লাব থেকে জাতীয় দল–সবখানেই ছিলেন অপেক্ষিত। এবার  গার্ডিয়ানের চোখে সেরা হওয়া তো দূরের কথা, সেরা ৫০ জনের মাঝেও নেই রোনালদোর নাম। রয়েছেন ৫১ নাম্বার স্থানে।

২০২২ সালটি যেমনে রোনালদো ভুলে যেতে চাইবেন, তেমনি মেসির সোনালী বছর হয়ে থাকবে। কিলিয়ান এমবাপ্পের আক্ষেপ থাকলেও লুকো মদরিচ চমকই দেখিয়েছেন গার্ডিয়ানকে। সেরা পাঁচে চমক বলতে মদরিচই–নেইমারের অবস্থান ১২ নাম্বারে হলেও সেরা তিনে করিম বেনজেমা। 

গার্ডিয়ান কি?
প্রশ্ন আসাটাই স্বাভাবিক। উত্তরটা ফুটবল প্রেমীদের জানারই কথা। মূলত ব্রিটিশ সংবাদমাধ্যম হলো দ্য গার্ডিয়ান। যারা বছর শেষে বর্ষসেরা ফুটবলারদের অবস্থান জানিয়ে দেন। সাধারণত বছর শেষেই জানিয়ে থাকলেও এবার কাতার বিশ্বকাপের কারণে একটু দেরিতেই বর্ষসেরার ক্রমটা জানিয়েছেন গার্ডিয়ান।

গার্ডিয়ানের চোখে সেরা লিওলেন মেসি। যার হাত ধরে তিন যুগের অবসান ঘটেছে আর্জেন্টিনার। অনেকের মতে ‘মেসির ছোঁয়া পেয়েছে বিশ্বকাপ ট্রফি!’ গার্ডিয়ান এতকিছু না জানালেও জানিয়েছেন মেসিই ২০২২ সালের সেরা ফুটবলার। এক্ষেত্রে মেসির উন্নতি হয়েছে ১ ধাপ, ২০২১ সালে মেসি ছিলে বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার।

গার্ডিয়ানের চোখে সেরা পাঁচে রয়েছেন– মেসি, এমবাপ্পে, বেনজেমা, হলান্ড ও মদরিচ। এখানে প্রথম চারজন স্বাভাবিক ভাবে থাকলেও ৩৫ ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকো মদরিচ। সেরা দশে অবশ্য একাধিক চমক রয়েছে। ২৩ ধাপ এগিয়ে ৮ নাম্বারে উঠে এসেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এবং ৪৪ ধাপ এগিয়ে ৯ নাম্বারে থিবো কোর্তোয়া। সেরা দশের দশ নাম্বার নামটি মোহাম্মদ সালাহ।

গার্ডিয়ানের চোখে সবশেষ বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভানডফস্কি এবার জায়গা পেয়েছে ৭ নাম্বারে। হলান্ড সিটির জার্সিতে নজরে আসলেও গার্ডিয়ানের চোখে গতবারই ছিলেন ৭ নাম্বারে! সেরা বিশের মাঝে ১২ নাম্বারে নেইমার, একবারে নতুন হিসেবে সেরা বিশে রয়েছেন ফেদেরিকো ভালভের্দে। এখানে চমক গ্রিজমান, ৫৯ ধাপ এগিয়ে রয়েছেন ১৭ নাম্বারে। সেরা বিশেষ সবশেষ নামটি এমিলিয়ানো মার্টিনেজ।

গার্ডিয়ান সেরা ফুটবলার নির্বাচন করে কিভাবে? 

এবার তথা ২০২২ সালের সেরা ফুটবল বাছাই করতে ১৪ জন রানিং (বর্তমান) কোচ ছাড়াও সাবেক কোচ ও ফুটবলাদের সাথে সাংবাদিকরা মিলিয়ে ২০৬ জন বিচারক এটি পরিচালনা করেছেন। 

নিয়ম অনুযায়ী সবাই ৪০ জন ফুটবলারের নাম দিয়েছেন। যেখানে বিচারকদের ১ নাম্বারে থাকা নামটি পাবে ৪০ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ৩৯, এভাবে ৪০ তম স্থানে থাকা ফুটবলার পাবে ১ পয়েন্ট। এখানে নিয়ম ছিলো অন্তত ৫ জন বিচারকের ভোট না পেলে সেই ফুটবলার গ্রহণযোগ্য হবে না। সবমিলিয়ে ২০৬ জন বিচারকের মাঝে ১৫৬ জনের এক নাম্বার তালিকায় ছিলেন লিওনেল মেসি। এই তালিকায় গতবছর আট নাম্বারে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার জায়গা পয়েছেন ৫১ নাম্বারে। 

গার্ডিয়ানের চোখে শীর্ষ ১০ ফুটবলার:

১. লিওলেন মেসি 
২. কিলিয়ান এমবাপ্পে
৩. করিম বেনজেমা 
৪. আর্লিং হলান্ড
৫. লুকা মদরিচ 
৬. কেভিন ডি ব্রুইনা
৭. রবার্ট লেভানডফস্কি
৮. ভিনিসিয়ুস জুনিয়র 
৯. থিবো কোর্তোয়া
১০. মোহাম্মদ সালাহ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1513 seconds.