আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন সোহান। ছবি: সংগৃহীত
বিপিএলের নবম আসরে আম্পায়ার বিতর্ক চলছেই। এরআগে সাকিব, সোহান ও বিজয়কে জরিমানা করেছিল বিসিবি। এবার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফি'র ৩০ শতাংশ ও দুইটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন নুরুল হাসান সোহান। এছাড়াও পাকিস্তানি পেসার হারিসকে সতর্ক ও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিসিবি।
শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেটের বিপক্ষে মাঠে নামে রংপুর। ম্যাচে রংপুর জয় পেলেও ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ঘটনাটি ঘটেছিল ম্যাচের শেষ ওভারে। রবিউল হকের একটি বাউন্সার বল রাজার হেলমেট লাগলে ওভারে দুইটি বাউন্সার দেওয়ায় নো বল ডাকেন আম্পায়ার।
এতেই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন সোহান ও হারিস। ম্যাচ শেষে আম্পায়াররা ম্যাচ রেফারির নিকট সোহান ও হারিসের বিষয়টি জানালে ম্যাচ রেফারি সোহানকে ৩০ শতাংশ জরিমানা ও ২ টি ডিমেরিট পয়েন্ট দেন। এছাড়াও হারিসকে সতর্ক ও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। তারা দুইজন অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।
মূলত, বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা লঙ্ঘন করার অভিযোগ ওঠেছিল তাদের উপর। এরআগে ১৫ শতাংশ জরিমানা দিয়েছিলেন সোহান।