• ক্রীড়া ডেস্ক
  • ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:১৪:৪৩
  • ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:১৪:৪৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

লিটন–রিজওয়ানের ফিফটি, চালর্স ঝড়ে কুমিল্লার মাঝারি সংগ্রহ

ফিফটির দেখা পান লিটন ও রিজওয়ান। ছবি: সংগৃহীত

 

সিলেটে লিটন রাঙিয়ে দিয়েছে শুরুটা, মাঝে চালর্সের ছক্কা বৃষ্টির সাথে শেষ দিকে রিজওয়ানের অনবদ্য ফিফটিতে ১৬৫ রানের পুঁজি পেয়েছে কুমিল্লা।

আজ শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে মাঠে নামে কুমিল্লা। টস ভাগ্যে খুলনার জয় হলে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লাকে। টস হেরে ব্যাটিংয়ে নামা লিটন ও রিজওয়ান শুরু থেকেই করতে থাকেন সাবধানী ব্যাটিং। ক্রমেই খোলাসা হতে থাকা লিটন দাস তুলে নেন চলতি আসরে নিজের দ্বিতীয় ফিফটি। ফিফটির পর লিটন আউট হলে ভাঙে ৬৫ রানের উড়ন্ত সূচনা। 

লিটন দাস ফিফটি তুলে নিলেও রিজওয়ানের সংগ্রহ  তখন মাত্র ১৫ রান! সেখান থেকে জনসন চালর্সকে সাথে নিয়ে জুটি গড়েন রিজওয়ান। একপ্রান্তে রিজওয়ানের দায়িত্বশীল ব্যাটিং দেখা গেলেও অপরপ্রান্তে চালর্স তোলেন ঝড়। দারুণ ব্যাটিংয়ে চালর্স যখন ফিফটির দেখে এগুচ্ছিল তখনি তাকে ফিরিয়ে দেন ওয়াহাব রিয়াজ। চালর্স ৩৯ রানে ফিরলে ভাঙে ৬০ রানের জুটি। চালর্সের বিদায়ের পর খুশদিলকে সাথে নিয়ে জুটি বাঁধেন রিজওয়ান। খুশদিলকে সাথে নিয়ে চলতি আসরের নিজের দ্বিতীয় ফিফটি তুলে নেন রিজওয়ান। শেষ পর্যন্ত রিজওয়ানের ৫৪ ও খুশদিলের ১৩ রানে ভর করে ১৬৫ রানের পুঁজি পায় কুমিল্লা।

সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ১৬৫/২ (২০ ওভার)
রিজওয়ান ৫৪*, লিটন ৫০, চালর্স ৩৯
নাহিদুল ৩৪/১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1439 seconds.