নাসির হোসেন। ছবি: সংগৃহীত
হঠাৎ-ই নাসিরের ইউটার্ন! কয়েকদিন আগে জাতীয় দল প্রসঙ্গে নির্বাচকদের উপর একহাত দেওয়া নাসির এবার জানালেন জাতীয় দলে খেলার চিন্তা করেন না তিনি।
বিপিএলের নবম আসর মাতাচ্ছে ঢাকা ডমিনেটর্সের জার্সিতে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নাসির ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্স করে কেড়েছেন নজর। এরই জেরে কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলে, ‘জাতীয় দলে অবশ্যই খেলতে চাই। কিন্তু, এটা আমার হাতে নেই।’
সময় গড়িয়েছে, নাসির পারফরম্যান্স করেই চলছেন। ক্রিকেট পাড়ায় নাসিরকে নিয়ে আলোচনাও চলছে বেশ। বিপিএলের উম্মাদনা এখন সিলেটে, সেখানেই নাসির নিলেন ইউটার্ন! জানালেন জাতীয় দলে খেলা নিশে চিন্তা করেন না তিনি।
আজ শনিবার (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘না(জাতীয় দলে খেলা নিয়ে), আমি আসলে এসব নিয়ে চিন্তাও করি না যে কোথায় কি হবে না হবে। আমি শুধুমাত্র একটা জিনিস জানি এখন যতদিন ফিট থাকবো ততদিন ক্রিকেট খেলবো। আমি যেখানেই খেলি না কেন ভালো পারফর্ম করতে চাই।’
মাঠের খেলা উপভোগ করা নাসির আরও ৫-৬ বছর ক্রিকেট খেলতে চান। জাতীয় দলে সুযোগ বা বাংলা টাইগার্সে সুযোগ নিয়ে ভাবনা নেই নাসিরের। নাসির বলেন, ‘সুস্থ থাকলে হয়তো ৫-৬ বছর ক্রিকেট খেলবো। আমাকে জাতীয় দলে খেলতে হবে, এইসব নিয়ে এখন চিন্তা করি না। কিংবা বাংলা টাইগার্সে সুযোগ পেতে হবে বা ওরকম কিছু। আমার কাজ হচ্ছে মাঠে যাই, উপভোগ করি (ক্রিকেট) এবং ভালো পারফর্ম করার চেষ্টা করি।’