৫১ রানের ইনিংস খেলেন মারুফ। ছবি: সংগৃহীত
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, বাইশ গজে কত কিছুই না সম্ভব! যেমনটা সম্ভব ৮৭/১ থেকে ৯৭/৫ রানের মাঝে চট্টগ্রামের অবিশ্বাস্য ভাঙন। সবকিছু ছাপিয়ে মেহেদী মারুফ ও শুভাগত হোমের জোড়া ফিফটিতে চট্টগ্রামের সংগ্রহ ১৭৪ রান।
আজ শনিবার (২৮ জানুয়ারি) ঘরের মাঠে চট্টগ্রামের মুখোমুখি হয় সিলেট। টস ভাগ্যে স্বাগতিকদের জয় হলে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রামে। মাশরাফির আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম শিবিরে প্রথম বলেই পেরেক মারেন মাশরাফি। জাকির হাসানের অসাধারণ ক্যারে গোল্ডেন ডাক মারেন উসমান খান। শূন্য রানে এক উইকেট হারালেও আফিফ ও মারুফের ব্যাটে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। অসাধারণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মেহেদী মারুফ। আফিফ–মারুফের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখা চট্টগ্রাম খেয় হারায় দলীয় ৮৮ রানে আফিফের বিদায়ে।
৮৮ রানে দ্বিতীয় উইকেট হারানো চট্টগ্রাম ৯ রানের মাঝে হারিয়ে বসে ৫ উইকেট। ৮৮/১ থেকে ৯৭/৫! ত্রাসের ঘরের মতো ভেঙে পড়া চট্টগ্রামকে পথ দেখান শুভাগত হোম। অসাধারণ ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। চরম নাটকীয় পূর্ণ প্রথম ইনিংসের শেষ ওভারে সাকিব ২০ রান দিলে ১৭৪ রানের পুঁজি পায় চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১৭৪/৬ (২০ ওভার)
শুভাগত ৫৪*, মারুফ ৫১, আফিফ ৩৪
ইমাদ ২৩/২