উদীয়মান ফুটবলারের পুরষ্কার হাতে ফার্নান্দেস। ছবি: গেটি ইমেজস
এনজো ফার্নান্দেস, আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ পূরণে যার অবদান অনেক। কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরষ্কার জেতা ফার্নান্দের এখন প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী ফুটবলার।
বেশ কয়েকদিন ধরেই ফার্নান্দেসকে নিয়ে টানাটানি করছিল দলগুলো। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজরে আসা ফার্নান্দেসকে শেষ পর্যন্ত ১২০ মিলিয়নে দলে ভিড়িয়েছে চেলসি। এরই সাঋে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার ফির ফুটবলার এখন ফার্নান্দেস।
এরআগে রিয়াল মাদ্রিদ, লিভারপুল সহ বেশকিছু নামীদামী ক্লাব আগ্রহ দেখিয়েছিল ফার্নান্দেসকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত চেলসির সাথে পেরে উঠতে পারেনি। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) চেলসিতে মেডিকেল করার মধ্য দিয়ে ২০৩১ সাল পর্যন্ত চু্ক্তিবদ্ধ হয়েছেন ফার্নান্দেস।