• নিজস্ব প্রতিবেদক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪০:০৮
  • ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪০:০৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের আগে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলা ভাষা মধুর ভাষা। রবীন্দ্রনাথের লেখা পড়া যাবে না, বলা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিয়ে কিভাবে বাংলা সাহিত্য হবে। সেখানেও  আমাদের সংগ্রাম করতে হয়েছে। এমনকি কাজী নজরুল ইসলামের কবিতায়ও একটা মুসলমানি ভাব দেওয়ার চেষ্টা করা হলো সেটিও হলো।’

অনুবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বছরে একটা দুটা বই অনুবাদ হবে তা নয়। বাংলা ভাষায় যত বই বের হয়, সব অনুবাদ করতে হবে। এক্ষেত্রে মাতৃভাষা ইনস্টিটিউট মূল ভূমিকা নিতে পারে।’

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে মাসজুড়ে বইমেলা চলবে। গত দুই বছর করোনার সামাজিক বিধিনিষেধের কারণে ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে দুই বছর পর ফেব্রুয়ারির শুরুর দিনে মাঠে গড়াল প্রাণের বইমেলা।

সংশ্লিষ্ট বিষয়

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1567 seconds.