• ক্রীড়া ডেস্ক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০১:৪১
  • ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০১:৪১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

গিলের ১২৬–নিউজিল্যান্ড ‘৬৬/১০’, রেকর্ড জয়ে সিরিজ ভারতের

১২৬ রানের অসাধারণ ইনিংস খেলেন গিল। ছবি: সংগৃহীত

 

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, ব্যাটে–বলের লড়াইয়ে রচিত হয় ইতিহাস। এবার সুবমান গিল–হার্দিক পান্ডিয়াদের হাত ধরে ইতিহাস গড়ল ভারত। নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারানোর মধ্য দিয়ে নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল ভারত।

আহমেদাবাদের বুধবার (১ ফেব্রুয়ারি) শুরুটা রাঙিয়ে দিয়েছিল ওপেনার সুবমান গিল। অসাধারণ ব্যাটিংয়ে ১২৬ রানের ইনিংস খেলেন গিল। সেই সাথে বিশ্বের সর্ব কনিষ্ঠ ব্যাটার হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুর করার রেকর্ডও গড়েছেন। গিলের সেঞ্চুরি ও ত্রিপাঠি–পান্ডিয়ার ব্যাটে ২৩৪ রানের সংগ্রহ পায় ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ভারতের পঞ্চম সর্বোচ্চ রানের সংগ্রহ। 

তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা; ভারতের দেওয়া ২৩৫ রানের রান পাহাড় সামনে রেখে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের টপ অর্ডার বিধ্বস্ত হয় আর্শদীপ–হার্দিক ঝড়ে, মাত্র ৭ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। 

বড় লক্ষ্যে শুরুতেই হোঁচট খাওয়া নিউজিল্যান্ড আর দাঁড়াতেই পারেনি ম্যাচে। হার্দিক পান্ডিয়ার ৪ উইকেটের ম্যাচে উমরান মালিক, আর্শদীপ ও মাভির ২ উইকেটে মাত্র ৬৬ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। এরই সাথে ১৬৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

১৬৮ রানের জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় ভারত। এরআগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের জয়টি ভারতের সবচেয়ে বড় জয় ছিলো। সবমিলিয়ে এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রানের দিক দিয়ে নবম সর্বোচ্চ রানের জয়।

সবমিলিয়ে নবম সর্বোচ্চ রানের জয় হলেও পূর্ণ সদস্যের দলের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয়। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ২৩৪/৪ (২০ ওভার)
গিল ১২৬*, ত্রিপাঠি ৪৪, পান্ডিয়া ৩০
মিচেল ৬/১, সোধি ৩৪/১

নিউজিল্যান্ড ৬৬/১০ (১২.১ ওভার)
মিচেল ৩৫, স্যান্টনার ১৩
পান্ডিয়া ১৬/৪, মালিক ৯/২, মাভী ১২/২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1581 seconds.