বিশ্বকাপের পর মেসির দ্বিতীয় গোল। ছবি: সংগৃহীত
টানা দুই ম্যাচ হেরে ধুঁকতে থাকা পিএসজি বুধবার রাতে জয় পেয়েছে বড় ব্যবধানে। মঁপিলিয়েরের বিপক্ষে ৩-১ গোলের বড় জয়ের ম্যাচে গোল পেয়েছেন লিওলেন মেসি।
বুধবার দিবাগত রাতে লিগ ওয়ানের ম্যাচে মঁপিলিয়েরের বিপক্ষে মাঠে নামে নেইমার বিহীন পিএসজি। ইনজুরির কারণে নেইমার খেলতে না পারলেও টানা দুই হারের পর জয় পেয়েছে পিএসজি।
এদিন ম্যাচের নবম মিনিটেই ডি-বক্সে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হোন এমবাপ্পে। এমবাপ্পের শট মঁপিলিয়েরের গোলরক্ষক রুখে দিলেও তৈরি হয় নাটকীয়তা। রুলস ব্রেক করায় মঁপিলিয়েরের গোলরক্ষক ফাউল করলে আরও একবার পেনাল্টি কিক নেন এমবাপ্পে। দ্বিতীয় দফাতেও পেনাল্টি মিস করেন তিনি।
পেনাল্টি মিসের কিছুক্ষণ পর এমবাপ্পে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে প্রথমার্ধে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল। কিন্তু বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। ফলাফলও পেয়ে যান দ্রুতই, ম্যাচের ৫৫ তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ম্যাচের ৭২ তম মিনিটে গোলের দেখা পান লিওলেন মেসি।
এরপর আরও দুইবার উল্লাসে মাতে দুই দল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে লিগ ওয়ানে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করল পিএসজি।