লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
দারুণ সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি। বাঁ পায়ের জাদুতে নিজেকে ছাড়িয়ে যাওয়া মেসিকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলার। বিশ্বকাপ জয়ের পর সেটি বড় করেই লেখা হয়। ব্যালন ডি'ওরে মেসি রোনালদোকে ছাড়িয়েছেন বহু আগেই। এবার ইউরোপের সেরা গোলদাতাও বনে গেলেন মেসি।
বুধবার দিবাগত রাতে মঁপেলিয়ের মাঠ ডে লা মোসনে ৩-১ গোলের জয় পায় পিএসজি। ম্যাচে লিওলেন মেসির পা থেকে আসে একটি গোল। আর এই গোলের মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের খেলোয়াড়দের মধ্যে সবধরনের প্রতিযোগীতামূল ম্যাচে ৬৯৭ গোল করে নিজেকে সবার উপরে নিয়েছেন মেসি।
এরআগে ৬৯৬ গোল নিয়ে শীর্ষ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে ইউরোপ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদির ক্লাব আল- নাসরে। অপরদিকে পিএসজির জার্সিতে খেলছেন মেসি। এরআগে ৯১৯ ম্যাচে ৬৯৬ গোল করেন রোনালদো। রোনালদোর চেয়ে ৮৫ ম্যাচ কম খেলেই রোনালদোকে টপকে গেলেন মেসি।