রয়–রুটরা না এলেও আসবেন মঈন–বাটলাররা। ছবি: সংগৃহীত
চলছে বিপিএল, এরমাঝেই শুরু হয়েছে ইংল্যান্ড সিরিজের উম্মাদনা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ সফরে আসছে না ইংল্যান্ডের প্রথম সারীর বেশকিছু ক্রিকেটার।
বাংলাদেশ সফরের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেছি ইংল্যান্ড ক্রিকেট। স্কোয়াড ঘোষণার আগেই বাংলাদেশ সফরকে না বলে দিয়েছেন অ্যালেক্স হোলস। এছাড়াও স্যাম বিলিংসও পিএসএলের জন্য বাংলাদেশ সফরে আসছে না বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যমগুলো।
এবার ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে বাংলাদেশ সফরে অন্তত ১৫ জন প্রথম সারির ক্রিকেটারকে পাবে না ইংল্যান্ড। মূলত চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন রুট, বিলিংসরা। যেটি শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এছাড়াও পিএসএলে মোটা অঙ্গের টাকার কারণে বাংলাদেশ সফরে না বলেছেন অনেকেই।
রুট, হেলসরা না এলেও বাংলাদেশ সফরে আসবেন মঈন আলী, জস বাটলারের মত ক্রিকেটার। এছাড়াও জেসন রয়, ও ইনজুরি কাটিয়ে ফেরা মার্ক উডও আসতে পারে বাংলাদেশ সফরে। তবে, দলের পরিচিত মুখ লিয়াম ডসন, জেমস ভিন্স, স্যাম বিলিংসের মতো ক্রিকেটাররা বাংলাদেশে না আসায় অনেকটাই তারকা বিহীন দল হয়ে পড়ছে ইংল্যান্ড।