বাটলার–মঈনরা আসছেন বাংলাদেশে। ছবি: সংগৃহীত
স্কোয়াড ঘোষণার আগেই নাম সড়িয়ে নিয়েছিলেন অ্যালেক্স হেলস, স্যাম বিলিংসরা। তাদের অনুপস্থিতি খুব একটা ভোগায়নি ইংল্যান্ডকে। প্রথম সারির কয়েকজন ক্রিকেটার না থাকলেও বাটলারকে অধিনায়ক করে ওয়ানডে ও টি-টোয়েন্টির ভিন্ন ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ঢাকায় পা রাখবে ইংল্যান্ড। কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই ১ মার্চ মাঠে নামবে বাটলার–মঈন আলীরা।
স্কোয়াডে হেলস, বিলিংসরা না থাকলেও প্রথমবারের মতো সাদা বলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন রেহান ও টম আবেল। এছাড়াও চোট কাটিয়ে ফিরেছেন পেসার সাকিব মাহমুদ। দুই ফরম্যাটেই সুযোগ পেয়েছেন আর্চার৷ সাকিবের মতো চোট কাটিয়ে দলে ফিরেছেন মার্ক উড।
ওয়ানডে স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ডেভিড মালান, টম আবেল, ফিল সল্ট, মঈন আলী, জেমস ভিন্স, রেহান আহমেদ, স্যাম কারান, জোফরা আর্চার, সাকিব মাহমুদ, আদিল রশিদ, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।
টি-টোয়েন্টি স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, উইল জ্যাকস, টম আবেল, রেহান আহমেদ, মঈন আলী, স্যাম কারান, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার, ফিল সল্ট, ক্রিস ওকস, রিস টপলি ও মার্ক উড।