রাফায়েল ভারানে। ছবি: সংগৃহীত
ফ্রান্সের জার্সিতে ২০১৮ সালে জিতেছেন বিশ্বকাপ, ২০২২ সালেও খেলেছেন কাতার বিশ্বকাপ। বয়স মাত্র ২৯, হুগো লরিসের বিদায়ে যখন ভারানেকে ফ্রান্সের পরবর্তী অধিনায়ক ভাবা হচ্ছিল তখনি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ডিফেন্ডার রাফায়েল ভারানে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে টানা দুই বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের পর যেন ফ্রান্স ফুটবলে বিদায়ের সুর বেজে উঠেছে। কাতার বিশ্বকাপ মিস করা করিম বেনজেমার পর বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া হুগো লরিসও বিদায় নেন আন্তর্জাতিক ফুটবল থেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারানে।
ফ্রান্স ফুটবল যখন তাদের বড় দুই তারকা বেনজেমা ও লরিসকে হারায় তখন ফুটবল পাড়ায় কথা হচ্ছিল ফ্রান্সের পরবর্তী অধিনায়ক নিয়ে। এই তালিকায় সবার উপরেই ছিলেন ম্যানচেস্টারের জার্সিতে ক্লাব ফুটবল মাতানো ভারানে। কিন্তু সবাইকে চমকে দিয়ে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের বিদায়ের বিষয়টি জানিয়েছেন ভারানে।
এরআগে ২০১৩ সালে ফ্রাসের জার্সিতে অভিষেক হয় ভারানের। ফ্রান্সের জার্সিতে একটি বিশ্বকাপ ও একটি উইফো নেশন কাপ জয়ের সাক্ষী হয়ে আছেন তিনি। বিদায় বেলায় ফ্রান্সের জার্সিতে খেলে নিজেকে সম্মানিত বোধ করার পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভারানে লিখেছেন, ‘এক দশক ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমার জন্য সেরা সম্মান। আমি কয়েকমাস ধরে একটা চিন্তা করেছি, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সেরা সময় এটা। আমি নিশ্চিতভাবে আপনাদের সাথে কাটানো সেরা মূহুর্ত মিস করবো। কিন্তু, নতুনদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।’
https://www.instagram.com/p/CoKMpXSOZtt/?igshid=Yzg5MTU1MDY=