গোলের পর মাদ্রিদের উল্লাস। ছবি: সংগৃহীত
র্সার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামা রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে ৪৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। শুরু থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমনে চাপে ফেলে দেয় ভ্যালেন্সিয়াকে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না দলটি।
প্রথমার্ধে একবার গোলের উদযাপনও করেন মাদ্রিদ। কিন্তু বেনজেমার ফাউলে গোলটি বাতিল হলে প্রথমার্ধে গোলের দেখা পাননি কোনো দলট। দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে মাদ্রিদ। লা লিগায় বার্সার সাথে পয়েন্ট কামনোর চ্যালেঞ্জে শেষ পর্যন্ত মাদ্রিদের জয়। ম্যাচের ৫২ তম মিনিটে প্রথম গোলের দেখা পাওয়া রিয়াল মাদ্রিদ ব্যবধান দ্বিগুণ করতে সময় নেন মাত্র ৩ মিনিট।
আসেনসিওর পর দ্বিতীয় গোলটি আসে ভিনিসিউসের পা থেকে। শেষ পর্যন্ত আর গোলের দেখা না পেলে ২-০ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এরই সাথে ২০০৮ সালের পর বের্নাবেউয়েতে জয়ের দেখা পাননি ভ্যালেন্সিয়া।
এই ফলে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বর অবস্থানে আছে রিয়াল। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।