• ক্রীড়া ডেস্ক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫২:২৫
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫২:২৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বাংলাদেশি ‘আর্জেন্টাইন’ সমর্থকদের নিয়ে যা বললেন মেসি

লিওলেন মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা–বাংলাদেশের মধ্যকার দূরত্ব ১৭ হাজার কিলোমিটারের বেশি হলেও দূরত্ব যেনো কোন বাঁধা হয়নি কাতার বিশ্বকাপে। কাতার বিশ্বকাপে আকাশী-নীলের দেশের মত ফুটবল উম্মাদনা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশেও।

লাল-সবুজের দেশে আর্জেন্টিনার ফুটবলকে ঘিরে উম্মাদনা এতোটাই ছড়িয়েছিল যে টুইটারে বেশ প্রশংসাও কুড়িয়েছে। বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানিয়েছিলেন।

এবার বিশ্বকাপ জয়ের পর মেসিও বাংলাদেশি সমর্থকদের কথা জানিয়েছেন সাক্ষাৎকারে। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের বেশকিছু স্মৃতি নিয়ে আর্জেন্টিনার ওলে পত্রিকাকে সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গ এলে এড়িয়ে যাননি মেসি।

মেসি জানিয়েছেন,  ‘হ্যাঁ, আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। ১০ নম্বর জার্সি ছিল সব জায়গায়। ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল এগুলো। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1513 seconds.