• ক্রীড়া ডেস্ক
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২২:২০
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২২:২০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

এমবাপ্পের চোট নিয়ে নাগলসমানের সন্দেহ প্রকাশ

চোটে কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে–২০১৮ বিশ্বকাপ জয়ী ফুটবলার ২০২২ সালে জিতেছেন গোল্ডেন বুট। ফ্রান্স তারকা এমবাপ্পে এখন মাতাচ্ছেন ক্লাব ফুটবল। পিএসজির জার্সিতে মাঠ মাতানো এমবাপ্পে চোটের কারণে ছিটকে গেছেন ৩ সপ্তাহের জন্য। কিন্তু বায়ার্ন কোচ মনে করেন এমবাপ্পে খেলবেন।

ফরাসি লিগ ‘আ’তে মঁপেলিয়ের বিপক্ষে ২১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন এমবাপ্পে, এরপর পিএসজি জানায় তিন সপ্তাহের জন্য মাঠের বাহিরে থাকতে হবে তাকে। এরফলে ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজিকে।

তবে এমবাপ্পের চোট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বায়ার্ন কোচ নাগলসমান। তিনি মনে করেন এমবাপ্পে খেলবেন। এক বিবৃতিতে নাগলসমান বলেন, ‘আমি বলতে পারছি না এমবাপ্পের কি হয়েছে। কিন্তু, আশা করছি সে খেলবে৷ তারা (পিএসজি) তাদের ওয়েবসাইটে অস্পষ্ট ভাবে লিখেছে তিন সপ্তাহের জন্য এমবাপ্পেকে পাবে না তারা। এখন যদি এমবাপ্পের চোট জটিল না হয়, আমার মনে হয় না সে ম্যাচ মিস করবে।’

এমনকি এমবাপ্পের বিষয়টি পিএসজি কোচের ‘মাইন্ড গেম’ হিসেবে দেখছেন বায়ার্ন কোচ। এছাড়াও গুরুত্বপূর্ণ এই ম্যাচে এমবাপ্পে খেলছে বলেই পরিকল্পনা সাজাবেন বলেই জানিয়েছেন তিনি। বায়ার্ন কোচ বলেন, ‘সে খেলছে এই ভেবেই আমরা প্রস্তুতি নিবো। চোট গুরুতর কি না সেটি পরের বিষয়। এখন এগুলো বলা কঠিন। আমরা সেভাবেই পরিকল্পনা করবো।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1481 seconds.