• ক্রীড়া ডেস্ক
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫২:৪৪
  • ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫২:৪৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বরিশালের জার্সিতে সাকিবকে দেখা যাবে আরও দুই বছর

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান নামটাই একটা ব্র্যান্ড। ব্যাটে-বলে নিজেকে ছাড়িয়ে যাওয়া সাকিব বিপিএলের নবম আসরে ফরচুন বরিশালকে ইতিমধ্যেই তুলেছেন প্লে-অফে। চলতি আসর শেষ না-হতেই বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন আগামী দুই বছর সাকিবকে দেখা যাবে বরিশালের জার্সিতে।

বিপিএলের নবম আসরে ফরচুন বরিশালের জার্সিতে মাঠ মাতাচ্ছেন সাকিব। তার অধিনে দুর্দান্ত পারফরম্যান্স করছেন মিরাজ–বিজয়রা। এরই মাঝে ওমরাহ পালন করতে সৌদিতে গিয়েছেন সাকিব। সাকিব অবশ্য যুক্ত হবেন আগামী ম্যাচেই। এর আগে গণমাধ্যমের সামনে কথা বলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। জানান সাকিবকে আরও দুই বছর দেখা যাবে বরিশালে।

মিজানুর বলেন, ‘বাংলাদেশের সেরা খেলোয়াড়দের নিয়েছি আমরা নিয়েছি, হয়তো তারা সেভাবে পারফর্ম করতে পারছে না। সাকিব আছে, সাকিব আমাদের সাথে আরও দুই বছর থাকবে। এছাড়াও আরও দুই-একজনের সাথে চুক্তি বাড়াবো আমরা।’

শুধু সাকিব আল হাসানের সাথেই চুক্তি বাড়াবে না বরিশাল। বিদেশি কিছু ক্রিকেটারের সাথেও চুক্তি বাড়াবে দলটি। এই বিষয়ে মিজানুর বলেন, ‘আমরা করিম জানাতের সাথে চুক্তি বাড়ানোর বিষয়টি ভাবছি। এছাড়াও আরও কয়েকজনের সাথে চুক্তি বাড়াবো ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1383 seconds.