সালাহউদ্দিন ও সোহেল ইসলাম। ছবি: সংগৃহীত
‘দেশি ক্রিকেটারদের কমনসেন্সের অভাব’–এমনটাই জানিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ কাজী সালাহউদ্দিন। এবার রংপুরের কোচ সোহেল ইসলাম জানালেন, সুযোগ পেলে পরিণত হবেন দেশি ক্রিকেটাররা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স দুই দলই। ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে জয় পেয়েছিল দুই দলই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন জানিয়েছিলেন দেশি ক্রিকেটারদের সামর্থ্য, শক্তি সবকিছু থাকলেও মাঠে প্রয়োগ করতে ব্যর্থ হোন ক্রিকেটাররা। সালাহউদ্দিনের এমন মন্তব্যের পর সংবাদ সম্মেলনে সোহেল জানান দেশি ক্রিকেটারদের এমন সুযোগ তৈরি করে দিতে পারলে তারাও ভালো করবে।
বিপিএলে রংপুর রাইডার্সের হেড কোচের দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ সোহেল ইসলাম। তিনি মনে করেন, সময়ের সাথে সাথে মেলে ধরবে দেশি ক্রিকেটাররাও। এছাড়াও আগের চেয়ে দেশি ক্রিকেটাররা উন্নতি করেছেন বলেও জানান তিনি।
সোহেল বলেন, ‘আমি বলবো যে, আগে যে মান ছিল এখন তার চেয়ে অবশ্যই ভালো হয়েছে। তরুণ ক্রিকেটাররা এখন খেলা বোঝার চেষ্টা করছে। তাদের যেভাবে তথ্য দেওয়া হয়েছে বা তারা যেই চিন্তা করে আগের চেয়ে বেটার। এখন যত দিন যাবে তরুণ ক্রিকেটাররা জ্ঞানটা উন্নতি করতে পারলেই হবে।’
সালাহউদ্দিন জানিয়েছিলেন চাপের মুখে ভালো করতে পারেননা ক্রিকেটাররা। এমনকি রিজওয়ানের তুলনা টেনে তিনি বলেছিলেন, ‘রিজওয়ানের চেয়ে শট, পাওয়ার হিটিং ভালো থাকলেও মাঠে বিপরীত হয়।’ এবার সোহেল জানালেন এই ধরনের পরিস্থিতিতে বারবার না পরলে ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়বে না। এমনকি তারা (কোচ) এমন পরিস্থিতি তৈরি করে দিতে পারলে দেশি ক্রিকেটাররাও ভালো করবে বলে মনে করেন সোহেল ইসলাম।
সোহেল বলেন, ‘স্কিল, রেপুটেশনের বিষয়গুলো উন্নতি করা যায় প্র্যাক্টিস করলে। বারবার একই পরিস্থিতিতে পড়লে নলেজ বাড়বে। আমাদের ছেলেদের এমন সুযোগ আসে না। যদি আমরা ঐ ধরনের সুযোগ তৈরি করে দিই এবং ক্রিকেটাররা যদি সাকসেস হয় তাহলে আমার মনে হয় ছেলেদের ক্রিকেট জ্ঞান আরও ভালো হবে।’